ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কালিগঞ্জের কৃষ্ণনগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাজার হাজার তৌহিদী জনতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি কৃষান মজদুর হাইস্কুল মাঠ থেকে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে মিলিত হয়।
এসময় ফ্রান্সের রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) কে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে ফ্রান্সের যাবতীয় সব পণ্য বয়কট করার জন্য সকল মুসলিম রাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে ইউনিয়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব টি এম গোলাম মহিউদ্দিন, আলহাজ্ব আবু সাঈদ সরদার, সাবেক ইউপি সদস্য আবুল কালাম গাজী, মাওলানা সিদ্দিক হাসান, শেখ শাহাবাজ আলী, মাওলানা আয়ুব হোসেন আনছারীসহ হাজারও তৌহিদী মুসলিম জনতা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]