মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলারোয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সমন্বয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, গোলাম রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সুজাউল হক, সরদার জিল্লুর রহমান, সরদার ইমরান হোসেন, রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্তী বাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ।
এদিকে, এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ফুটবল মাঠের কর্নারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]