মাগুরা পৌর এলাকার রায়গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিছু বসতবাড়ি ভাংচুর ও উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রায়গ্রামের মোশাররফ সমার্থক ও নুরু ডাক্তারের সমার্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি বসতবাড়ী ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে। তবে এই জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজ (৫০), তাহের (৩০), রিফাত (২২), শহিদুল মোল্লা (৬০), হারুন (৩৮), রবিউল (৫০), বেলায়েত (৬০) ও রাজ্জাক (৩০) কে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, নতুন করে সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]