যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, খালে বিলে জলাশয়ে এখন মাছ আর মাছ। বাংলাদেশ গড়তে মৎস্য খাত এখন অনেক অবদান রেখে চলেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।যার ফলে মৎস্য খাতে আমুল পরিবর্তন এসেছে।দিনদিন মাছের উৎপাদন বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মাছ। কৃষিক্ষেত্রের পাশা পাশি বর্তমান সরকার মাছ চাষেও ব্যাপক হারে আর্থিক অনুদানসহ যাবতীয় সহায়তা প্রদান করছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শার্শার উলাশী ইউনিয়ন পরিষদ চত্তরে বিশাল এক গণ সংবর্ধনা অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক ২০২০ সনে পাবদা, শুলশা, টেংরা, ও কার্প মিশ্র মাছ চাষে বিশেষ অবদান রাখায় তার স্বীকৃতি স্বরুপ এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলাশী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেম্বর সাহেব আলীর সভাপতিত্বে এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু,এবং যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা সদর ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]