মাত্র সাত বছর বয়সে ভারােত্তোলনে ৮০ কেজি ওজন তুলে ক্রীড়া বিশ্বকে চমকে দিল বিস্ময় বালিকা। যে বয়সে অধিকাংশ শিশু পুতুল নিয়ে খেলতে ভালােবাসে, সেই বয়সে কিন্তু উজ্জ্বল ব্যাতিক্রম হল কানাডার রােরি ফন। সােশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
কানাডার ওটাবার বাসিন্দা রােরি। মাত্র চার বছর বয়সেই ভারাত্তোলনে হাতেখড়ি তাঁর। তাঁর এইকাজে পূর্ণ সমর্থন রয়েছে পরিবারের। পাঁচ বছর বয়সেই প্রথাগত তালিম শুরু হয়। তখন থেকেই শক্তি বাড়ানাের দিকে জোর দেয় সে। অনুশীলনে রােরিকে দেখেই তাঁর প্রতিভা বুজতে পেরেছিলেন তাঁর কোচ। মাত্র দু’বছর অনুশীলন করেই বিশ্বকে চমকে দিল এই বিস্ময় বালিকা।
উইমেন্স বারের স্ন্যাচে ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৪২ কেজি, ডেড লিফটে ৮০ কেজি ওজন অনায়াসে তুলেছে রােরি। তবে মাত্র ৭ বছর বয়সে অনেক বেশি ওজন তুলে ফেলায় দুশিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। আশঙ্কা, বয়স বাড়লে বড় কোনও চোট-আঘাতে কাবু হবে না তাে রােরি? তবে বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে আরও চমক দেখানাের অপেক্ষায় বিশ্বের এই খুদে ভারাত্তোলক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]