আবু সাঈদ ও গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় আ.লীগের সংরক্ষিত আসেনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়।
রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাকপার্ক সংলগ্ন মুনজিতপুরের বাড়িতে এ অভিযান চালানো হয়। বাড়িতে ২ ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
সাফায়াত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।
অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এমপিপুত্র রুমন। এতে তিনি পায়ে আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে সেনবাহিনীর সদস্যরা তাকে আটক করে। সেসময় বাড়িতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।
সেনাবাহিনীর মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।
স্থানীয়রা জানান, এমপিপুত্র রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। যার কারনে তার স্ত্রী তাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তবে রুমন অল্পবয়সী মেয়েদের নিয়ে তার বাসায় মাদকের আসর বসাতেন। আওয়ামী লীগের সাবেক এমপি মিসেস রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িটিতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]