মাদারীপুরের শিবচরে ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানান, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাদন আকনের সমাজ থেকে কিছু লোক একই এলাকার আমিন শিকদারের সমাজে যোগ দেন। এরা শিকদার বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করতে যায়। পথিমধ্যে দাদন আকনের লোকজন তাদেরকে অন্য সমাজে যেতে বাধা দেয়। এতে ঊভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দাদন আকন বলেন, যারা সমাজ ছেড়ে চলে যাচ্ছিল তাদের কাছে টাকা পেতাম। সমাজে যেহেতু তারা থাকবে না। তাই পাওনা টাকা চাইছি। এ কারণেই তারা হামলা করেছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে কাঁঠালবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]