
নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বুধবার (১৪ আগস্ট) থেকে এ নিয়োগ কার্যকর হয়।
শিক্ষাগত জীবনে সাংবাদিক বিপ্লব হোসেন ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ের উপরে স্নাতক ডিগ্রী অর্জন করে সাতক্ষীরা ল'কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন।
বিপ্লব হোসেন ২০১১ সালে সাতক্ষীরা থেকে প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্য দিয়ে শুরু করেন সাংবাদিকতা। পরে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।
সাংবাদিক এসএম বিপ্লব হোসেন পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলীসহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]