এবার মানবিক কাজের স্বাক্ষর রাখলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
একটি ভবনের তিন তলার বাইরের সানসেটের কার্নিশে আটকে থাকা বিড়াল ছানা দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে টিমকে ডেকে বিড়ালছানাকে উদ্ধার করলেন তিনি।
ঘটনাটি সোমবার (২৪ ফেব্রæয়ারি) বেলা দুইটার দিকের।
জানা গেছে, মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইউএনও জহুরুল ইসলাম অফিস থেকে উপজেলা চত্বরের সরকারি বাসভবনে যাচ্ছিলেন। এ সময় তিনি সরকারি কোয়ার্টারের পিছনে ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের তিন তলার বাইরের কার্নিশে অরক্ষিত ও বিপদজনক অবস্থায় একটি বিড়াল ছানাকে দেখতে পান। যে কোন মুহূর্তে বিড়ালটি উপর থেকে নিচে পড়লে মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিমকে খবর দেন। ততক্ষণে দূর থেকে বিড়ালটি যাতে নিচে লাফ দিতে না পারে সেজন্য বিড়ালের সাথে কথা বলতে থাকেন। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে ইউএনও'র উপস্থিতিতে মই ও ভবন বেয়ে উপরে উঠে তিন তলার বাইরের কার্নিশ থেকে বিড়াালছানাটিকে উদ্ধার করেন।
এ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও জহুরুল ইসলাম নিজেই উদ্ধারকাজ তত্বাবধায়ন করেন।
তিনি জানান- 'অসাবধানতায় বিড়ালটি উপর থেকে পড়ে গেলে মৃত্যু হতে পারতো।'
ইউএনও জহুরুল ইসলামের মানবিক এ কাজের দৃশ্য দেখে সেখানে উপস্থিত বহু মানুষ তার প্রশংসা করে বলেন- এমন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা থাকলে যে কোন এলাকারই উপকার হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]