
মানব পাচার ও মানব চোরাচালান রোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা বিকাশ এর পাশাপাশি ব্যাপক সচেতনতা ও তাদের মাধ্যমে তথ্য সমূহ সমাজের দৃষ্টিগোচর করার লক্ষ্যে সচেতনতা মূলক ক্যাম্পাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীর হাট কলেজে এ সচেতনতা মূলক ক্যাম্পাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এমআরএসসি সাতক্ষীরা এর কোনর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীর হাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার মোঃ হাসান আল মামুনসহ শিক্ষক-শিক্ষিক্ষা বৃন্দসহ আরো অনেকে।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এমআরএসসি সাতক্ষীরা এর কোনর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ বলেন,মানব পাচার ও মানব চোরাচালান রোধে শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রীসহ সকলে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিশ্বাস করে। প্রজেক্টর এর মাধ্যমে মানব পাচার ও মানব চোরাচালান রোধে শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]