
"দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থসম্মান দুই মিলে"স্লোগানে সাতক্ষীরায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ অপু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজর উপাধ্যক্ষ আল মুস্তাসিন বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, পিএন স্কুল এন্ড কলেজের প্রভাষক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমিন, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার আব্দুল মজিদ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও বিদেশগামী ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, বিদেশগামীদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রশিক্ষণ দিয়ে বিদেশ যেতে পারলে অর্থ এবং সম্মান পাওয়া যায়। এছাড়া বিদেশগামীদের জন্য পূর্বপ্রস্তুতিতে রয়েছে বৈধ পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করা, প্রয়োজনীয় সকল ডকুমেন্টের কপি রাখা, বিএমইটির স্মার্ট কার্ড সংগ্রহ করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্বাস্থ্য পরীক্ষা করানো এবং ৩ দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণে অংশ নেওয়া। এর পাশাপাশি, গন্তব্য দেশের সম্পর্কে তথ্য জেনে নেওয়া, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করা এবং কিছু স্থানীয় মুদ্রা সাথে রাখা উচিত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]