মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১২ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের শিবালয়ের সাকরাইল গ্রামের দিনেশ হালদারের ছেলে দীপক কুমার হালদার (২৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আব্দুল আলিম (২৫)। এদের মধ্যে দীপক ঢাকার তাঁতিবাজারে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ও আলিম ঢাকায় আড়ংয়ের একটি শাখায় কর্মচারী হিসাবে কাজ করতেন।তারা দুজনেই ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতরা কর্মস্থলে যাওয়ার জন্য সকালে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কের ভাটবাউর এলাকায় যশোরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকও আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]