জাতীয় জীবনে করোনার এই সংকটময় মুহুর্তে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রেখে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের প্রান্তিক জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে শুরু থেকেই তাদের পাশে রয়েছে সেনাসদস্যরা। কখনো কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাঁধে করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা । এছাড়াও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে খাদ্য, চিকিৎসা, বাসস্থান মেরামত ও কৃষি সহায়তা প্রদানের পাশাপাশি সামাজিক দূরত্ব, বাজার মনিটারিং, গণপরিবহন চলাচল তদারকিতে চেকপোষ্ট স্থাপনসহ বিভিন্ন জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে খুলনা উপকূলীয় এলাকায় দ্রুত বেড়িবাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ভ্রাম্যমান মেডিক্যাল টিমের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]