কামরুল হাসান: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই বাংলাদেশি।
মৃত্যুবরণকারীরা হলেন- কলারোয়ার বামনখালি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাব্বির রহমান, যশোরের হাসানুরের ছেলে জাহিদ এবং যশোর জেলার কেশবপুরের ভাল্লুকঘর এলাকার আসাদুলের ছেলে আব্দুল্লাহ।
আহত দুইজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার সামিউল আজম চঞ্চল জানান, শুক্রবার মালয়েশিয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে মাইক্রো গাড়ির পিছনের টায়ার বাস্ট হয়ে উল্টে গেলে গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, আহত অপর দুইজন শঙ্কামুক্ত আছেন।
নিহতের রুমমেট এস এম রনি খাঁন ফেসবুক কমেন্টে জানান, হতাহতরা একই ফ্যাক্টরিতে কাজ করতেন।
তিনি আরো জানান, আহত একজনের বাসা নরসিংদী জেলায় ও অপর এক জনের বাড়ি যশোর জেলায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]