কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবার সকালে দেশে ফিরেছিলেন। আর ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হলো।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে।
গোলাম আজম দফাদার (৫৫) যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহর আলী দফাদারের ছেলে।
তিনি মালয়েশিয়া থেকে কলারোয়ায় সকালে বাড়িতে ফিরে বিকেলে মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস (সাবেক সিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ওজিয়ার রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম, পার্শ্ববর্তী ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, স্কুলের ধর্মীয় শিক্ষক গোলাম রসুল, বিএনপি নেতা ফজলু মোল্লা, এসএম আব্দুল করিম, আব্দুল জব্বার, কামারালি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওসমান গনি, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল আলিম, নজরুল ইসলাম, গোলাম সারোয়ার, আব্দুল মাজেদ মোড়ল, আনসার আলী, যুবদল নেতা আসাদুজ্জামান, আবু বক্কর, সবুজ হোসেন, ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, মরহুমের ছেলে রিপন হোসেনসহ শত শত এলাকার মুসল্লী উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের কবরস্থ করা হয়।
পরে কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কামারালী হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ আব্দুল ওহাবের কবর জিয়ারত করেন এবং কামারালী হাইস্কুল, প্রাইমারি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]