মালয়েশিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪২ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৭৭ জনে।
মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৫৯৩ জন। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৯৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো একদিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে সেলেঙ্গরে সবচেয়ে বেশি ১ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছেন। এরপর ক্যালানটানে ৫২৩ জন, কুয়ালালামপুরে ৪৪০ জন, সারাওয়াকে ৪১৬ জন, জোহরে ১৯৪ জন, কেদায় ১২০ জয়, পেনাংয়ে ৯৮ জন, সাবাহতে ৮৭ জন, পেরাকে ৬৯ জন, নেগেরি সেমবিলানে ৬১ জন, মেলাকায় ৪২ জন, তেরেংগানুতে ৪০ জন, পাহাংয়ে ১৫ জন, পুত্রজায়ায় ১৩ জন, লাবুয়ানে চারজন এবং পেরিলিসে একজন আক্রান্ত হন।
নতুন আক্রান্তের মধ্যে ২ হাজার ৯৫০ জন মালয়েশিয়ান এবং ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, মোট সংক্রমিতদের মধ্যে ২৬ হাজার ৭১৯ সক্রিয় রোগীকে নিবিড় যত্নে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]