মালয়েশিয়ায় সিদ্দিক হোসেন (৪০) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছে।
সে যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জের গৌরিপুর গ্রামের মৃত ইউছোপ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
মরহুম সিদ্দিক হোসেনের ভাই মাহাবুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে ঘুমের ভিতর ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় সিদ্দিক হোসেন। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নির্মাণ সাইটে কাজ করতো।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষ করে সিদ্দিক হোসেনের মরদেহ দেশে আনা হবে। সিদ্দিক হোসেন প্রায় ৫ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]