ভারতে করোনাভাইরাসের প্রকোপে লন্ডভন্ড পরিস্থিতি। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এর মাঝেও থেমে নেই আয়ের পথ। অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না। অনেকে আবার মানতে চেয়েও পারছেন না। তাদের মধ্যে একজন মেকালা কুরমাইয়া। মাস্ক না থাকায় বাবুই পাখির বাসা মুখে বেধে সরকারি কার্যালয়ে চলে এসেছেন তিনি।
মেকালা কুরমাইয়া ভারতের তেলেঙ্গানার এক পশুপালক। রাজ্যে মাস্ক না পরে বাইরে বের হলে দিতে হবে এক হাজার রুপি জরিমানা। কিন্তু কুরমাইয়া এতই অসহায় যে, মাস্ক কেনার সামর্থ্যও তার নেই। এদিকে জরুরি এক কাজে তাকে যেতে হবে সরকারি কার্যালয়ে। সেখানে আবার মাস্ক ছাড়া ঢোকা মানা। তাই সাত-পাঁচ না ভেবে মুখে বাবুই পাখির বাসা বেধে চলে আসেন তিনি।
পশুপালকের এই ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। তাই ভারতে দাবি উঠেছে যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই তাদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]