রাজধানীর মিরপুরে গভীর রাতে ট্রাকচাপায় সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন।
রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে বন্ধুর মোটরসাইকেলে বাসায় ফিরছিলো। মিরপুর শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানায় সামান্তা মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।
আনার পরে চিকিৎসক জানান সে মারা গেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]