নিজস্ব প্রতিনিধি : ৮ অক্টোবর মঙ্গলবার রিইব- হোপ প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরার তালা উপজেলার ৩নং কুমিরা ইউনিয়নের মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরাম গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিত রায়, যশোমতি ঘোষ, মো. রফিক সরদারসহ ৪৩জন শিক্ষার্থী।
সভাটি সঞ্চালনা করেন, রিইব-হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ। সঞ্চালক বিকাশ দাশ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের অবদান/ভূমিকা, স্কুল পর্যায়ে ও পারিবারিক এবং সামাজিক সকল জায়গায় মানবাধিকার রক্ষায় শিক্ষার্থী ফোরামের গুরুত্ব আলোচনা করেন। আলোচনা শেষে ৩০ সদস্যবিশিষ্ট একটি শিক্ষার্থী ফোরাম গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]