ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবিতে আনা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
হারুন অর রশীদ বলেন, বুধবার (৮ ডিসেম্বর) ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৪৭ জন পুলিশ সদস্য আহত হন। প্রচুর জানমালের ক্ষতি হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ডিবি প্রধান আরোও বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা এবং সমাবেশস্থল নিয়ে আলোচনার জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, নানা কারণে সমাবেশস্থল মিরপুরের সরকারি বাঙলা কলেজই করতে হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার দলটির প্রেস-উইং এর সদস্য শায়রুল কবির খান এবং দুই নেতার পরিবারের সদস্যরা তাদের আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের গোয়েন্দা শাখার একাধিক সদস্য মির্জা আলমগীরের উত্তরার বাসভবন এবং মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবন থেকে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান।
পুলিশ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার পূর্ব থানা এলাকার তার নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায়।
এদিকে, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশ সদস্যরা গতরাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
মির্জা আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, রাত তিনটার দিকে ডিবির ৪ জন সদস্য তাদের ফ্ল্যাটে এসে তার স্বামীকে আটক করে নিয়ে যান। নিচে আরও অনেকে ছিলেন।
অন্যদিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, তাকে পুলিশ জানিয়েছে, কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে তার স্বামীকে ছেড়ে দেয়া হবে। সুত্রঃ বাসস
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]