মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে আসা একটি ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে ইয়াবার এই চালানটি আটক করা হয়।
বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক রাজেশ বড়ুয়া।
আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ওই ট্রলার থেকে এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান খালাস করার দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই বিপুল ইয়াবার গন্তব্য ও মূলহোতা কারা তা জানার চেষ্টা করছি। এছাড়া ওই চক্রের পলাতক অন্য সদস্যদেরও আটকে অভিযান চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]