বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ৮ মাস।
মেজর জেনারেল সি আর দত্তের মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। একইসাথে তিনি শোক সন্ত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেস্ডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মেজর জেনারেল সি আর দত্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বৃহস্পতিবার বাথরুমে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালি ভেঙে যায় বলে আরো জানা যায়। সাথে সাথে তাকে নিকটস্থ বেথেস্ডা ওয়েস্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।এরপর চিকিৎসকরা তার গোড়ালিতে মাইক্রো সার্জারি করেন। সে সময় তাকে সম্পূর্ণভাবে অজ্ঞান (এনেসথেসিয়া) করতে হয়। তিনি এ্যাজমায় আক্রান্ত থাকায় এই সার্জারির পরই শ্বাস নিতে কষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]