হেলাল উদ্দিন, মনিরামপুর : হাত-পা ছাড়া জন্ম নেয়া মেধাবী লিতুনজিরা মুখ দিয়ে লিখেই পিইসিতে জিপিএ-৫ অর্জনের পর এবার এসএসসিতে জিপিএ-৫.০০ (গোল্ডেন) অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়- যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। সে এবার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
লিতুনজিরা জানান- আরও ভালোভাবে লেখাপড়া করে সে চিকিৎসক হতে চান। লিতুনজিরার বাবা হাবিবুর রহমান বলেন- লিতুনজিরার লেখাপড়ার অদম্য আগ্রহে আমরা তাকে বোঝা মনে না করে সর্বদা তার পাশে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি। লিতুনজিরা তার প্রতিভা দিয়ে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্বল করেছে।
গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন- লিতুনজিরা খুবই মেধাবী। সে তার শ্রেণিতে শুধু প্রথম নয় স্কুলের মধ্যেও সে অন্যতম। শুধু লেখাপড়ায় না, সাংস্কৃতিক কর্মকান্ডেও অন্যদের চেয়ে ভালো সে। চলতি এসএসসি পরীক্ষাতে সে জিপিএ ৫.০০ পাবে বলে আশা ছিলো। সেই আশা পূরন করেছে লিতুনজিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]