কলারোয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসাবে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই এ্যাথালেটিকসহ গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণীর ছাত্র - ছাত্রীরা লম্বা দৌড়, উচ্চ লাফ, লং জ্যাম্পসহ বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক জুলফিকার আলীসহ ক্রীড়া শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। খেলাগুলি পর্যায়ক্রমে পরিচালনা করেন শিক্ষক মাহফুজা খাতুন, মাস্টার আব্দুল মান্নান, মোঃ শফিকুল ইসলাম, শেখ সেলিম হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]