মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে।
প্রাণঘাতী করোনা মোকাবেলায় মানবতা আর দায়িত্ববোধের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে করোনা যুদ্ধ জয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।
যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচসহ মেডিক্যাল কোরের সকল সদস্যগণ প্রথম সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ১১১ জন পুরুষ, ১৩০ জন নারী এবং ১৭ জন শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২ জন স্থানীয় চিকিৎসকের সমন্বয়ে গঠিত দল।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অসহায়, দুস্থ মানুষ এবং অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।
এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা।
পাশাপাশি স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করতে প্রয়োজনীয় সচেতনতামূলক প্রচারণা, সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ, সরকারী সকল নির্দেশনা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা, অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
অন্যদিকে, আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ এবং ঘর-বাড়ী মেরামতসহ নানামূখী জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]