মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কলারোয়ায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথ্যন-২১'র অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ৫ কিলোমিটার ব্যাপি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিতব্য দৌঁড় প্রতিযোগীতাটি ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হবে বলে জানা যায়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহসান খান চৌধিরী জাহিদ জানান, ৫ কিঃ মিঃ ব্যাপি মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা দৌঁড় প্রতিযোগীতার উদ্বোধন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাপণী অনুষ্ঠানে সফল দৌঁড়বিদদের পুরস্কৃত করে সম্মান জানাবেন।
তিনি, ইতোমধ্যে অন- লাইনে রেজিস্ট্রেশন ভূক্ত দৌঁড়বিদদের শনিবার সকাল ৯ টার মধ্যে যাত্রা শুরুর স্থানে উপস্থিত ও স্ব-স্ব দৌঁড়বিদদের সময় নির্ধারনের জন্য স্মার্ট ফোন রাখার জন্য অনুরোধ করেন।
মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করছেন ক্রীড়া ব্যক্তিত্ব পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সামাজিক সংগঠন সেবা'র সদস্য সচিব প্রভাষক মিজানুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের স্কাউটার ও সেবা সংগঠনের সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]