করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার ‘মুন্ডা’ সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
গত ১২ আগস্ট বুধবার ইউএনও কয়রা ফেসবুক পেজে তিনি এ আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড কয়রা। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজারো খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশী অসহায় হয়ে পড়েছে দিনআনা দিনখাওয়া ‘মুন্ডা’ সম্প্রদায়ের মানুষেরা।
তিনি আরো বলেন, কয়রার বিত্তবানদের প্রতি আমি আহবান রাখবো, আপনারা এগিয়ে আসুন। যে যাঁর সাধ্যমত অসহায় ‘মুন্ডা’দের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তার অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস এবং ঘূ্র্ণিঝড় আম্পানের ক্ষত জয় করবো। সুতরাং জাতির এ ক্রান্তিলগ্নে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা বর্তমান সংকট উত্তোরণ করতে পারবো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]