হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যকালীন সময়ে ৮ দলীয় নাইট ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার শুভ সূচনা হয় স্থানীয় খানপুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে।
খেলায় ৮ টি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চূড়ান্ত ফাইনাল ম্যাচ হায়াতপুর বনাম কালিবাড়ী হা-ডু-ডু একাদশ প্রতিযোগিতার মুখোমুখি হয়। এতে কালিবাড়ী হা-ডু-ডু একাদশ ৩ গোল করে অনবদ্য ও নৈপুন্যে খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন এবং হায়াতপুর হা-ডু-ডু একাদশ শূন্য গোলে সীমাবদ্ধ থেকে রানার্সআপ হয়।
আল আমিনের সভাপতিত্বে ও এস.এম. হাফিজুর রহমানের ধারা বর্ননায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ আলেক গাজী। উপস্থিত ছিলেন- সমাজসেবক মশিয়ার রহমান, মেহেদী হাসান, হামাদী, আক্তার ফারুক, তবিবুর রহমান, আজগার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি রেফারির হিসেব পরিচালনা করেন তারকা হা-ডু-ডু খেলােয়াড় ডাঃ আব্দুস সাত্তার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]