মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ি-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিউলি বেগম (৪৬) তার মেয়ে পুতুলি আক্তার (২০)। এছাড়াও পুতুলি আক্তারের কন্যা শিশু আনিসা আক্তার (২) কে আহত অবস্থায় টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল দশটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়। এঘটনায় সিএনজি চালকের শরীরের তেমন আঘাত লাগেনি।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা মোল্লা শোহেব আলী বলেন, ঘটনার খবর পওয়ার সাথে সাথে পুলিশ পঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]