দুই বাংলার কবি, শিল্পী ও সাহিত্যিকদের চিত্রশিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের শিল্প সংগঠন "পেন্টার্স ফ্রন্ট" এর চিত্র শির্পীদের সমন্বয়ে চিত্র কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবান্ধিক ও সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আবৃতিশিল্পী ও সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।
সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু'র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ভারতের কবি ও শিল্পী শ্যামল জানা, ভারতের নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজের তথ্য প্রযুক্তি শিক্ষক জয়িতা বসাক, ইন্ডিয়ান কলেজ অফ আর্টের অধ্যাপক কমল আইচ ও অধ্যাপক অঞ্জনা দাস, ইউরোপীয় চিত্রকলা শিল্পী সুব্রত বসু, ইউরোপীয় চিত্রকলার আর্ট ও ডিজাইন শিক্ষক ও শিল্পী রোমি মজুমদার, শিল্পী বিথু গোৱদার, ঢাকার কবি ও নাট্যকার ফরিদ আহম্মেদ। দেশ টিভি'র জেলা প্রতিনিধি শরিফুল্ল্যাহ কায়ছার সুমন এর পরিচালনায় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, খুলনা বেতার শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। কর্মশালায় অংশ গ্রহন করেন কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]