চিনের ঐতিহ্যবাহী ‘কিজো’ ব্যাটারির ডিলারশিপ নিয়ে সাতক্ষীরায় ‘সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিং’ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ায় জেলা আনসার ব্যাটালিয়ন কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে অবস্থিত প্রতিষ্ঠনটির উদ্বোধন করা হয়।
সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও ঢাকা ইস্কাউটন রাজ্জাক প্লাজার মেসার্স আনজুমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিজো ব্যাটারি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের খুলনা ডিভিশনাল ম্যানেজার মো: আলী আজম রব্বানী, হুয়াকী ইন্ডাস্ট্রিজ লি. এর খুলনা এরিয়া ম্যানেজার মো. কামরুল ইসলাম ও সাংবাদিক হাফিজুর রহমান।
বক্তারা বলেন, “ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের জন্য বিশেষভাবে তৈরি করা জিংজো কোম্পানির ‘কিজো’ ব্যাটারির সেবাগত ও গুণগত মান খুবই ভালো। এ ব্যাটারির স্থায়িত্ব অন্যান্য ব্যাটারির তুলনায় দীর্ঘস্থায়ী হওয়ায় কিজো ব্যাটারিকে ‘লংজিবিলিটি’ ব্যাটারিও বলা হয়। বাংলাদেশে কিজো ব্যাটারি দীর্ঘ ৯ বছর যাবৎ চায়না থেকে সরাসরি বাজারজাত করে আসছে চায়নার জিংজো ব্যাটারি কোম্পানি”।
তিনি আরো বলেন, “শুধু বাংলাদেশে নয় বিশ্বর ১০০টি দেশে কিজো ব্যাটারি বাজারজাত করা হয়”। উল্লেখ্য, ক্যাম্পেইনের অংশ হিসেবে এদিন কয়েকটি সুসজ্জিত ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকে কিজো ব্যাটারি, ব্যাটারির লিফলেট, ফ্লাগ নিয়ে সাতক্ষীরা শহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রদর্শনির আয়োজন করে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সালাহউদ্দিন গাজী, মো: সাদ্দাম হোসেনসহ অর্ধশতাধিক ব্যাটারিভ্যান চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন পুরাতন সাতক্ষীরা উবাই ইবনে কাআব (রা:) হাফিজিয়া মাদ্রাসার হিফজ শিক্ষক হাফেজ আবুল বাশার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]