সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান রবি আর নেই।
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৯বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত মিজানুর রহমান খান রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র শ্বশুর ও প্রধান শিক্ষক নাসরীন খান লিপি’র বাবা এবং সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর নেত্রী অদিতি আদৃতা সৃষ্টির নানা।
বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পী মিজানুর রহমান খান রবি সাতক্ষীরার রসুলপুরের অত্যন্ত সুপরিচিত মুখ ছিলেন। তিনি বেশকিছুদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
বৃহষ্পতিবার বাদ জোহর রসুলপুর ফুটবল মাঠে প্রয়াতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]