মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাটকেলঘাটায় ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনতার উদ্যোগে রবিবার সকাল ১০টার দিকে পাটকেলঘাটা ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের পাঁচরাস্তা মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমী মাদ্রাসার মুহতামিম ও সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুনীরুল হক, মুফতি সাইফুল্লাহ, সাবেক ছাত্রনেতা হাফেজ শাহ আলম প্রমুখ।
বিশিষ্ট আলেমে দ্বীন ও সাতক্ষীরা জেলা মুফাসসির পরিষদের সেক্রেটারি ও পাটকেলঘাটা বলফিল্ড প্রধান ঈদের জামায়াত ইন্তেজামিয়া কমিটির খতিব মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।
দোয়া মোনাজাতের মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ হয়।
এসময় পাটকেলঘাটায় ব্যবসায়ী ও সবার উদ্দেশ্য করে ফ্রান্সের পন্য বয়কটের আহব্বান ব্যক্ত করেন বক্তরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]