সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মানিকখালী দাশপাড়ায় উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত।সংস্থাটি দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক (Right Based Awareness metting)নারীর ক্ষমতায়নে মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে লক্ষে উপজেলার ৪টি ইউনিয়নে ১৬০ জন নারীর ক্ষমতায়নে অধিকার ভিত্তিক সচেতনতামূলক কাজ করছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৪ টার রমজাননগর ইউনিয়নে পিছিয়েপড়া জনগোষ্ঠীর ২০ জন নারীর মাঝে অধিকার ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার আনজুয়ারা খাতুন, ফিল্ড অর্গানাইজার কারমিন সুলতানা,রোবিনা খাতুন প্রমুখ।এ ছাড়া উপস্থিত ছিলেন দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর শিউলি দলের সদস্য বৃন্দ। শিউলি দলের নারীর মধো সভাপতি ও সাধারণ সম্পাদকের কমিটি গঠন করা হয়।
প্রোগ্রাম ম্যানেজার আনজুয়ারা খাতুন তার বক্তব্য বলেন, মানবাধিকার বলতে আমাদের ধারণা শুধু নিপীড়ন,হতে মুক্তি বা বাক স্বাধীনতা মধ্যেয় সীমাবদ্ধ নয়।মানবাধিকার বলতে মানুষের বেঁচে থাকা, শরীরিক, নিরাপত্তা, স্বাধীনতা, সন্মানজনক, অবস্থার, উন্নয়ন প্রভূতি প্রয়োজনীয় সকল অধিকারকে বোঝায়।
এ সময় দলিত জনগোষ্ঠীর নারীর ক্ষমতায়নের মধ্যে তাদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন।তারা বলেন আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত যাহাতে আমরা সংস্থার মাধ্যেমে বিভিন্ন সেবা পেতে পারি তাহার কথা জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়নের প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার আনজুয়ারা খাতুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]