নিজস্ব প্রতিনিধি: সদ্য মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার দারিদ্র শিক্ষার্থী নাদিরা খাতুনকে আর্থিক অনুদান দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক ড.খাঁন মীজানুল ইসলাম সেলিম।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুরে কলারোয়া পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীর হাতে সহায়তা হিসেবে ৫০হাজার টাকা তুলে দেন দুদক কর্মকর্তা ড.খাঁন সেলিম।
নাদিরা খাতুন কলারোয়ার বোয়ালিয়া ডিগ্রি কলেজ থেকে গতবার কৃতির্থের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর পর সে এমবিবিএসের ভর্তির জন্য মেডিকেলে চান্স পায়।
বোয়ালিয়া গ্রামের হতদারিদ্র পরিবারের নাদিরা মেডিকেলে চান্স পাওয়ার পর তার পড়ালেখার খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এ সংবাদটি কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সেই খবরে নজর পড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক ড.খাঁন মীজানুল ইসলাম সেলিমের। তিনি নিজেই আগ্রহ প্রকাশ করে দারিদ্র মেধাবী শিক্ষার্থী নাদিরা খাতুনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেসময় তিনি তাৎক্ষনিক তাকে সহায়তা করেন ও পরবর্তীতে আরো সহায়তার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে শনিবার এক অনুষ্ঠানে নাদিরা খাতুনের হাতে ফের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]