মেলবোর্নে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে রোববার (২০ মার্চ) শেন ওয়ার্নের খুব কাছের কিছু বন্ধু ও পরিবারকে নিয়ে তার বিদায়ের অনুষ্ঠান পালন করা হলো। সেই সময় ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে।
শেন ওয়ার্নের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা মেলবোর্নে তার শেষ বিদায়ী অনুষ্ঠানে এসেছিলেন। তাদের মধ্যে দেখা গেছে ওয়াহ ব্রাদার্সকে, ছিলেন গ্লেন ম্যাকগ্রা, মার্ভ হিউজ ও ইয়ান হিলির মতো সাবেক খেলোয়াড়রা। এ ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। প্রায় ৮০ জন ঘনিষ্ঠ ব্যক্তি ওয়ার্নের বিদায়ী অনুষ্ঠানে ছিলেন।
এদিকে পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, 'ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে ওই বলটা করেছে।'
অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও ছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, 'শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার...আমি জানি না তারা কীভাবে এটা করেছে, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছে। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।'
এ ছাড়াও অনুষ্ঠানে যারা এসেছিলেন সবাই ওয়ার্নকে ট্রিবিউট জানিয়েছেন। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ ওয়ার্নের প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]