সাতক্ষীরা প্রতিনিধি: অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আটক করেছে পুলিশ।
বৃষ্পতিবার মধ্যরাতে মন্টু মিয়ার বাগানবাড়িতে আসার পথে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।মোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল একাধিক জুয়ার প্ল্যাটফর্ম। এছাড়া তারা দেশের অর্থ বিদেশে অবৈধভাবে পাচার করছিল। লিপুর বিরুদ্ধে ২০২১ সালে ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আেইনে একটি মামলা রয়েছে,যেটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। লিপু ও তার সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় লিপুসহ অনলাইন জুয়ার শীর্ষ ১৯ এজেন্টদের গতিবিধি নজরদারি করছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ওই জুয়া এজেন্টরা বর্তমানে অঢেল সম্পত্তির মালিক বলে জানা গেছে। এছাড়া অনলাইন জুয়ার এজেন্টদের মানি লন্ডারিংয়ের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। মেহেরপুরে গ্রেপ্তার এড়াতে লিপু তার সহযোগীকে নিয়ে সাতক্ষীরায় পালিয়ে আসছিল বলে পুলিশের একটি সুত্র দাবি করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]