ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস-সিএনজির সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার (৩ জানুয়ারি) দুপুরে তারাকান্দার গাছতলা বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দূর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার শ্রীরামবাড়ির সিএনজি চালক আলাদুল (৩৮), মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও কন্যা লিজা (১৩) এবং দুইজন অজ্ঞাত।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]