ময়মনসিংহে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি মো. নাহিদকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে র্যাব কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ কার্যালয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, গত ৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলায় নয় বছরের এক শিশু পুকুরে গোসল করতে গেলে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী নাহিদ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাহিদকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-১৪-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়।
রাতে তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]