এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
(১৬ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুণ কুমার মন্ডল, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, আসমাত আরা জাহান, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খুশি দেবনাথ, কমলিকা ঘোষ, লামিয়া সুলতানাসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিজয়ের চেতনায় আগামীর সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]