যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস চালক শাহেব আলীকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আব্দুলপুর বাজারের সামনে অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করেন। ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মারধরের ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ও কর্মচারী সমিতির সদস্যদের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিলে তাকে পুলিশে দেওয়া হয়।লোকটির নাম জয়নাল পারভেজ (২৭)।তার বাড়ি যশোর ঝুমঝুমপুর এলাকায় ।বর্তমানে অভিযুক্তকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার শাহেব আলী বলেন, কপোতাক্ষ বাসে শিক্ষকদের নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আব্দুলপুর বাজারের সামনে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি আমাকে বাস থামাতে বলে। বাস থামালেই সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হেলমেট দিয়ে মারধর করে।
তিনি বলেন, এসময় স্থানীয় লোকেরা তাকে আটকে রাখেন। পরে কর্মচারী সমিতির সদস্যদের ফোন দিলে তারা এসে ওই ব্যক্তিকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেলিনা আক্তার বলেন, “দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুজনের লিখিত বক্তব্য নিয়ে রেজিস্ট্রার বরাবর দেওয়া হয়েছে। আগামীকাল এবিষয়ে বিশ্ববিদ্যালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে”।
ঘটনার পর ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ,শাহেবের কপালে ও হাতে আঘাত লেগেছে , আঘাতগুলো তেমন গুরতর নয় কিছুদিন বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যাবে ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]