যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের শাশুড়ি হাসিনা আব্দুর রবের রোগমুক্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারের সময় এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের শাশুড়ি হাসিনা আব্দুর রব কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া-মোনাজাতের সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সহ-সভাপতি রুমেল রহমান রনি, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক টুটুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]