দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে তার মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গভীর শোক প্রকাশ করেছে কলারোয়ার যুগান্তর প্রতিনিধি মুজাহিদুল ইসলামের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বাদ যোহর কলারোয়া রিপোর্টার্স ক্লাবে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় গণমাধ্যমকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান৷
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন, কোষাধক্ষ্য মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য এমএ আজিজ, সাংবাদিক ফারুক রাজ, রাফাত হোসেন, সেলিম হোসেন, রাজু আহমেদ, রাসেল হোসেন প্রমুখ৷
দোয়া পরিচালনা করেন দারুল উলুম আল জামিয়া মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শেখ কামরুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]