৭ সেপ্টেম্বর (সোমবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোর জেলার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শনাক্তকৃত ৩৭ জনের মধ্যে সদর উপজেলার ২৯ জন, চৌগাছা উপজেলার ০১ জন, কেশবপুর উপজেলার ০৬ জন ও মনিরামপুর উপজেলার ০১ জন।
সদর উপজেলায় আছেন যশোর মেডিকেল কলেজের মো. সালাউদ্দিন(৩৭), পুরাতন কসবার কামরুজ্জামান(৬৫), নিউ মার্কেটের মিতা(৩০), গাতগাছির শামিমা(২২), পুরাতন কসবার মাসুমা জামান(৫০), ঘোপের জামিল হোসেন(৫০), বেজপাড়ার নিলয়(২০), সেজুতি(২৩) ও সন্ধ্যা(৪৩), নীলগঞ্জের তরিকুল(৪২), কাজীপাড়ার সামি(১৪), শম্পা রেজা(৫০), মনিরুল ইসলাম(৫৪) ও ফজিতুন্নেসা(৭০), খড়কির সুমন(৩৬), ঘোপ সেন্ট্রাল রোডের কামাল(৪৩), ষষ্টিতলার আনোয়ার হোসেন(৫৭), আবির(১৯) ও রূপা(৫৩), বাবলা তলার আব্দুল মাজিদ(২৪), ১১০/১১১ ঘোপ জেল রোডের মিসেস আনোয়ারা শ্যাকন(৭৪), খড়কির তারেক(২৯), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সিদ্দিকুর রহমান(৬০), রাজারহাটের ফিরোজা(৫৪), রামকৃষ্ণপুরের আজিম উদ্দিন(৪২), বেসামরিক আবাসিক এলাকার তানিয়া(২৩) এবং সদরে নমুনা প্রদানকারী মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারের তুলি(২২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর শংকর হুদার করিম(৮৫)।
চৌগাছা উপজেলায় আছেন, কারিকর পাড়ার মালিহা(২৩) এবং মনিরামপুর উপজেলায় আছেন, শ্যামকুর ইউনিয়নে মুজগুন্নির আব্দুল হান্নান(৪০)।
কেশবপুর উপজেলায় আছেন, আলতাপোলের মাশরাফি মোর্শেদ(১৬), মনোহরপুরের গোলাম মান্নান(৫৬) ও ফিরোজা(৪৫), কেশবপুর থানার পিন্টু লাল দাস (৩৬) এবং বাইসার প্রভাস কুমার দত্ত(৫৫)।
আজ শনাক্ত রোগীদের মধ্যে নতুন ও পুরাতন রোগীর সংখ্যা এখনও জানা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]