যশোরের কেশবপুরে রুকাইয়া খাতুন (১৪) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
ঘটনাটি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে বিষপানে আত্মহত্যার ঘটোনা ঘটে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তার বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কেশবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
থানা ও এলাকাবী সুত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের হাফেজ ওয়াজেদ আলীর মেয়ে রুকাইয়া খাতুনের একই গ্রামে বিবাহ হয়। পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকেরা তাকে দ্রæত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে, একই দিন উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের কালু গাজীর ছেলে মানুষিক ভারসম্যহীন আবুল কাশেম (৭৮) বাড়ির পাশে লেবু গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ হেফাজতে নেয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, রুকাইয়া খাতুনের মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ হয়েছে। মানুষিক ভারসম্যহীন আবুল কাশেমের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]