যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের শিশুকন্যা।
মৃত দুই শিশুর দাদা আনোয়ার গাজী জানান, পরিবারের সদস্যরা সকালে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]