যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ট্রাকে চাপা পড়ে সবজি ব্যবসায়ী হাসান আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানাযায়।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঝিকরগাছা বাসস্টান্ডের ইসলামি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। নিহত হাসান আলী (৪২) ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, হাসান আলী একজন সবজি ব্যবসায়ী সে প্রতিদিনের ন্যায় সবজি বিক্রির উদ্দেশ্যে সবজি বাজারে যাচ্ছিলেন। সেই সময় আনুমানিক সাড়ে ৭ টার দিকে বেনাপোল গামী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-৫৬৮৯) চাপা দিলে বাসস্ট্যান্ডের ইসলামি ব্যাংকের সামনে হাসান আলী নিহত হন।
এ বিষয় নাভারণ হাইওয়ে পুলিশের এসআই আমিরুলের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটা জানতে পারলে সাথে সাথে ঘটনাস্থলে আমরা গিয়ে ট্রাকটি আটক করি,তবে চালক পালিয়ে গেছে। তারপর লাশটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]