হেলাল উদ্দিন : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বছর বয়সী মুনতাহিন বিল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মুনতাহিন বিল্লাহ ওই গ্রামের রাজমিস্ত্রী শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফাসহ স্থানীয়রা জানায়- শিশুটির মা রুবাইয়া খাতুন এদিন সকালে উঠানে বিদ্যুৎ চালিত মেশিনে আমনধান ঝাড়ছিলেন। এ সময় পাশের ঘরের বারান্দার বসে খেলা করছিল তার ছেলে মুনতাহিন বিল্লাহ। এক পর্যায়ে মুনতাহিন বারান্দায় ঝুলানো বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতর আঙ্গুল ঢুকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে সটকে পড়ে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শুকদেব কুমার তাকে মৃত ঘোষনা করেন।
শিশু মুনতাহিনের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]