হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি করাতকল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রাজগঞ্জ গোহাটার পাশে অবস্থিত মুক্তা স’মিলে এ ঘটনা ঘটে।
এতে মিলের যন্ত্রপাতি ও কাঠ পুড়ে মালিক পক্ষের পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা।
করাত কলের মালিক সাইফুল ইসলাম বলেন- রাত দুইটার দিকে হঠাৎ স’মিলে আগুন লাগে। খবর পেয়ে আশপাশের লোকজনসহ আমরা এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হন।
সাইফুল ইসলাম বলেন- আগুন লেগে স’মিলের কাঠ চিরাই করা মেশিন, বৈদ্যুতিক মোটর ও কাঠসহ সব পুড়ে গেছে। এতে আমরা পাঁচ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়ত হোসেন বলেন- রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ৪০ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
সাফায়াত হোসেন আরও বলেন- আগুন লেগে মালিক অন্তত তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে। আমরা পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]